আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা সম্প্রতি বেড়েই চলেছে। শনিবার রাত এবং রোববার সকালেও দেশটির তিন শহরে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ৯ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ২৮ জন।

দেশটির পুলিশ জানিয়েছে, ফিলাডেলফিয়ায় শনিবার রাতে দু’ব্যক্তির মধ্যকার সংঘর্ষ বন্দুকযুদ্ধে পরিণত হয়। ঘটনাটি ঘটে একটি বার ও রেস্তোরার সামনের জনবহুল রাস্তায়। সেখানে জড়ো হওয়া মানুষের ভীড়ে এলাপাথারি গুলিবর্ষণ করায় নিহত হয় তিন জন এবং আরো ১২ জন আহত হয়।

ওইদিনই টেনেসি অঙ্গরাজ্যের চাট্টানোগার একটি বারের কাছে মধ্যরাতে একই ধরনের আরেকটি হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত এবং আরো ১৪ জন আহত হয়েছে।

অপরদিকে স্থানীয় সময় রোববার সকালে মিশিগানের সাগিনাওয়ে অপর একটি হামলার ঘটনায় তিনজন নিহত এবং আরো দু’জন আহত হয়েছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২৪০টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

দেশটিতে উল্লেখযোগ্য হারে বেড়েছে বন্দুক হামলা। প্রায়ই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে নৃশংস বন্দুক হামলার ঘটনা ঘটছে। যা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ৬১টি বন্দুক হামলার ঘটনা ঘটে। যা আগের বছর অর্থাৎ ২০২০ সালের তুলনায় ৫২ শতাংশ বেশি।

এফবিআইয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানায়, গত বছর ৩০টি অঙ্গরাজ্যে হামলার ঘটনা ঘটে। এতে প্রাণ হারান ১০৩ জন ও আহত হন ১৪০ জন।

২০২০ সালে ১৯ অঙ্গরাজ্যে ৪০টি বন্দুক হামলা হয়। এতে নিহত হয় ৩৮ জন ও আহত হয় ১২৬ জন। যদিও এসময় করোনার মহামারির কারণে লকডাউনের মতো কঠোর করোনা বিধিনিষেধ জারি ছিল।

সূত্র: আল-জাজিরা