Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

ক্ষমা চেয়ে একটি পণ্যের প্রচারণা থেকে নিজেকে সরিয়ে নিলেন বলিউড তারকা অক্ষয়


HeRa   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২২, ০৯:০৪ পিএম

ক্ষমা চেয়ে একটি পণ্যের প্রচারণা থেকে নিজেকে সরিয়ে নিলেন বলিউড তারকা অক্ষয়

ক্ষমা চেয়ে একটি পণ্যের প্রচারণা থেকে নিজেকে সরিয়ে নিলেন বলিউড তারকা অক্ষয়

প্রচারচিত্রটি হলো পান মাশালা ব্রান্ডের। বিমল এলাচি নিয়ে কাজটি করার কথা চাউর হতেই একটা বড় ধরনের বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারপরই তিনি এই প্রচারণার কাজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ইন্ডিয়াটাইমস

এই টিভিসিটিতে অজয় দেবগন, শাহরুখ খান এবং অক্ষয় কুমারকে একত্র করা হয়েছে। টিভিসিতে দেখা যাবে, অজয় দেবগন গাড়ি চালাচ্ছেন। তার পাশেই বসে আছেন শাহরুখ খান। তারপর শাহরুখ খান বলেন, ‘দেখুন, নতুন কোন খেলোয়াড় এসেছে।’ তারপরই ‘বিমল এলাচি’র একটি প্যাকেট নিয়ে পর্দায় আবির্ভূত হন অক্ষয় কুমার। 

অক্ষয় কুমারের ভক্তকুল এই পণ্যের বিজ্ঞাপনে তাদের প্রিয় তারকার থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এই নিয়ে অক্ষয় সকলের কাছে লিখিতভাবেই ক্ষমা চান। প্রবীন গেহাইন নামে একজন অক্ষয়ের দুটি ছবি সংযুক্ত করে লিখেছেন, ‘হিরো গিরি পু-পু কর্নেমে ম্যায় নেহি....থু থু কর্নেমে হ্যায়।’

এসব প্রতিক্রিয়ার প্রেক্ষিতে অক্ষয় কুমার লিখেছেন, বিজ্ঞাপনচিত্রটির জন্য পাওয়া অর্থ তিনি কোনো ভালো কাজে ব্যবহার করবেন। তবে তিনি প্রচারণায় অংশ নেবেন না।